তনু ধর্ষণ ও হত্যা মামলা

October 25, 2022

My Life

9 Comments

মাঝেমধ্যে আমার মনে হয় জন্মই মেয়েদের আজন্ম পাপ এই সমাজে। আমাদের ধর্মীয় একটা বিধান আছে, যা কাঠ-মোল্লারা বারবার বিভিন্ন ওয়াজ মাহফিলে বলতে থাকে – মেয়েদের তালেবানী স্টাইলে আপাদমস্তক ঢেকে রাখলেই যেনো জগত সংসারের সব পাপ ধুয়ে মুছে যাবে এই সমাজে।

কোরআনে বলা হয়েছে, নারী হচ্ছে শস্য ক্ষেত্র স্বরূপ, তাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে । এরকম সরাসরি নারীকে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন সামাজিকভাবে নারীকে একটি ভোগ্যপণ্য এবং যৌনযন্ত্র হিসেবে চিহ্নিত করার জন্য খুবই কার্যকর।

আমার প্রশ্ন – তনু তো আপনাদের ভাষায় তথাকথিত ঢেকে রাখা, যাকে বলে হিজাব পরিধান করতো। সে তো ছিলো সমাজের চোখে খুব ভালো মেয়ে। কারন – যখনি কোন ধর্ষণ হয়, আপনারা শোরগোল তোলেন মেয়েটার পোশাক আর চাল -চলনের ব্যাপারে , যেনো পুরুষেরা সবাই সাধু-সন্ত আর মেয়েরাই তাদের পাপের দিকে ধাবিত করে !।

সুধী সমাজের কাছে আমি জানতে চাই – তাহলে হিজাব পরিহিত তনু ধর্ষিত হোল কেন ?
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী থিয়েটার কর্মী তনুকে সেনানিবাসের মতো স্পর্শকাতর স্থানে ২০১৬ সালের ২০ মার্চ রাতে ধর্ষণের পর হত্যা করা হয়। প্রাইভেট টিউটরের কাছে এক বাসায় পড়তে গিয়ে সোহাগী জাহান তনু নিখোঁজ হয়েছিলেন। তনু হত্যার ৬ বছর পরলো । কিন্তু আজ পর্যন্তও আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীই , তনু হত্যাকাণ্ড তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি করতে পারেনি।

ধর্ষিতা হয়ে মরেও শান্তি পেলোনা মেয়েটার শরীর। বারবার মর্গের কাঁচির নীচে খন্ড-বিখন্ড হবার পরেও অপরাধী শনাক্ত করা যায়নি কারন এটাই দৃশ্যমান সত্য যে অপরাধীরা সেনাবাহিনীর লোক ছিলো!

ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে হত্যার আগে তাকে ৩ জন পুরুষ ধর্ষণ করেছিলেন। আবার তৎকালীন তদন্তকারী সংস্থা জানায়, তনুর পোশাকে ৩ জন পুরুষের স্পার্ম পাওয়া গিয়েছিল, যা সন্দেহভাজনদের সঙ্গে ক্রসম্যাচ করেনি। ওই সময়ে সিআইডি কর্মকর্তারা বেশ কয়েকজন সেনাকর্মকর্তাসহ প্রায় ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে দাবি করেন। কিন্তু তারা হত্যার রহস্য উদঘাটন করতে পারেননি।

বিচারের নামে কি আশ্চর্য এক প্রহসন !
আসলে কাকে আড়াল করতে চাইছে রাস্ট্রপক্ষ ?

9 Comments

Image

শান্তা শারমিন 25 Oct 2022

ধর্ষিতার পরিবারের জন্য আন্তরিক সমবেদনা।

Image

Wahid 30 Oct 2022

বহুদিন ধরেই তনু ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, কিন্তু এখনো এ মামলার কোন সুরাহা হচ্ছেনা, খুবি দুঃখজনক।

Image

ঝিলিক ইসরাত 17 Nov 2022

একদম সময়োপযোগী একটা লেখা , আপনাদের ব্লগারদের এভাবে এগিয়ে আসতে হবে , লিখতে হবে।

Image

মানিক আরিফ 21 Nov 2022

বিচারের বানী আমাদের দেশে এখনো নীরবে, নিভৃতে কাঁদে।

Image

খাতুন নুসরাত 26 Nov 2022

সাহসী লেখা।🤒

Image

রানা জাহাঙ্গীর 22 Dec 2022

ক্যান্টনমেন্টে ঘটে যাওয়া ঘটনা, আপনারা এখনো আশা করেন এর বিচার হবে?

Image

আরা আছমা 09 Jan 2023

মহিলাদের সন্ধ্যার পরে বাড়ির বাইরে বের হওয়া ঠিকনা, আপনারা উল্টাপাল্টা চলবেন, তাহলে ধর্ষিতা হলে দোষ কি?

Image

ফজলে আশিক 26 Jan 2023

তনু হত্যাকান্ড নিয়ে সারাদেশে এতো মানব বন্ধন হোল, সরকার এখনো নীরব, সবাইতো ভুলেই গেছে এ নিয়ে কথা বলতে, অনেক ধন্যবাদ আবার নতুন করে শুরু করেছেন।

Image

আবু মালেক 08 Feb 2023

সুন্দর লেখনী, এগিয়ে যান। 🤗

Leave a comment