পাবলিক প্লেস / বাস/ ট্রামে নারী- পুরুষের সমঅধিকার।
September 25,2022
My Life
13 Comments
শীলা,
কিছুদিন আগে ফেইসবুকে একটা পোস্ট দেখলাম। ঢাকার মেট্রোরেলের একটা বগির ছবি। বগিভর্তি পুরুষ। কয়েকজন সিটে বসে আছে আর কয়েকজন দাঁড়ায়ে। আবার একজন মধ্যবয়স্ক নারীকে দেখা যাচ্ছিলো, উনিও দাঁড়ায় আছেন একজন শিশু কোলে।
ছবির সাথে পোস্টে লেখা, নারীরা যেহেতু সমঅধিকার চান, তাই উনাদের সিটে বসতে দেওয়ার ভদ্রতা বা আদিখ্যেতা দেখানোর আর প্রয়োজন নাই পুরুষের। সমঅধিকার না 'চাইলে' হয়তো উনাদের বসতে দেওয়ার মহানুভবতা উনারা দেখাতে পারতেন! এবং আমি অবাক হয়ে দেখলাম সেই পোস্টে হাজার হাজার নারীবিদ্বেষী মুসলমান বা পুরুষের সমর্থন। প্রথম কথা হলো, সমঅধিকার শব্দটা রাজনৈতিক। এর অর্থ মানবিকতা ভুলে যাওয়া না। নারী পুরুষ নন-বাইনারি সকল লিঙ্গের সমধিকার অর্থ হইতেছে একই পরিস্থিতিতে একই ক্ষেত্রে একই কর্মে সকল মানুষ সমান বেতন, সমান সুবিধা, সমান সম্পত্তি পাবেন।
দ্বিতীয়ত, সমঅধিকার আদায়ের যেই আন্দোলন, সেই আন্দোলন 'নারীবাদী'দের গত ১৫০ বছরের চলমান আন্দোলন। সেই আন্দোলনে নারীবাদী নারী এবং নন-বাইনারির সাথে প্রচুর পুরুষ আছেন। এবং এই আন্দোলনের সাথে পৃথিবীর বেশিরভাগ পুরুষ, নন-বাইনারি এবং একটা বিশাল সংখ্যার নারীরা নাই। ভোট দেওয়ার, পড়ালেখা শেখার, সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার, তালাক দেওয়ার অধিকার সবাই ভোগ করতে পারেন অবশ্যই, কিন্তু অধিকার আদায়ের কঠিন সংগ্রামে বেশিরভাগ মানুষ যুক্ত নাই।
সুতরাং গুটিকয়েক নারীবাদীর সংগ্রামের কারণে আপনারা দুনিয়ার সব নারীর সাথে ফাকিং করার অধিকার চাইলে বুঝতে হবে এতে নারীবাদের কোনো সমস্যা নাই, বরং আপনি একজন প্রথম শ্রেণির উন্নতমানের পিওর নারীবিদ্বেষী ,শু য়ো রে র বা চ্চা।
ভীড়ের মধ্যে বাসে ট্রেইনে একজন নারী বা পুরুষ বা নন-বাইনারি যেই বাচ্চা কোলে বা বাচ্চা শুদ্ধা দাঁড়ায় থাকুক না কেনো, উনারে বসার জায়গা করে দেন। আপনার চাইতে বয়স্ক মানুষকে, অসুস্থ মানুষকে, লাঠি বা ক্রাচ নিয়ে দাঁড়ানো মানুষকে, শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী মানুষকে বসার জায়গা দেন।
আর প্রিয় আপুরা, আপনারা খামোখা মেয়ে কার্ড খেলা বন্ধ করেন। খামোখা অজ্ঞান হওয়ার ভঙ্গি করে, পিরিয়ড হইছে বলে, আপনার একখানি ফ্রেজাইল বডি আছে বলে আপনার সমবয়সী পুরুষকে সিট থেকে উঠায়ে দেওয়ার অপসংস্কৃতি বন্ধ করেন।
এর আগে একদিন ফেইসবুকেই দেখলাম, সারাদিন না খাওয়া এক ছেলে কোনো এক রেস্টোরেন্টে একটা টেবিলের জন্য অপেক্ষা করতেছিলেন ৪৫ মিনিট ধইরা। আর এরমধ্যে কোত্থেকে এক সেট মা-মেয়ে এসে গায়ের জোরে মেয়ে কার্ড খেলে সেই টেবিল দখল করে নিলো ঐ ছেলেকে কোনোরকম পাত্তা না দিয়ে!
প্রিয় নারীসমাজ, বুঝতে শেখেন, এইসব অন্যায়।এইসব গুণ্ডামি আপনারা দয়া করে বন্ধ করেন। পুরুষদেরও দাঁড়িয়ে থাকতে পায়ে ব্যথা হয়। ঠ্যাঙব্যথা শুধু স্ত্রীলিঙ্গের নির্ধারিত অসুখ না। এছাড়াও পুরুষদেরও মাথা ঘোরে, পুরুষরাও গরমে পরিশ্রমে অজ্ঞান হয়ে যান। সুতরাং বাসে ট্রেইনে এইসব তাফাল্লিং বন্ধ করেন। 'চাচা / আংকেল / ভাই আপনি বসেন' বলে পুরুষদেরও সিট ছেড়ে দিতে শেখেন।
না। আমি বাসে ট্রেইনে নারীদের নির্ধারিত সিটের বিরোধিতা করি না। যৌন সহিংসতা এড়ানোর জন্য নির্ধারিত সিট প্রয়োজন আজকের দিন পর্যন্ত। এছাড়াও প্রেগনেন্ট মানুষদের জন্য, অসুস্থ, বৃদ্ধ এবং শিশু কোলে মানুষদের জন্য নির্ধারিত সিটের প্রয়োজন।
কিন্তু সেই করতে গিয়ে সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক নারী চাহিবা মাত্র পুরুষদের সীট দিতে বাধ্য করার আবদার বন্ধ হওয়া উচিত। উল্টাভাবে নারীবাদীদের শাস্তি দিতে দুনিয়ার তাবত নারীদের উপরে বদলা নিতে মানবিকতা ভুলে যাওয়ার হিংস্রতাও থামা উচিত। আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা নারী পুরুষ নন-বাইনারি সকলেই সেনসিবোল হন। সেনসিটিভ হন। এ্যামপ্যাথ হন। নিজের লিঙ্গের বাইরে বাইর হইয়া অন্যের কষ্ট বোঝার হৃদয় গজান।
পুঁজিবাদী পৃথিবী এমনিতেই কঠিন জায়গা। একে আর কঠিন করে তুলিয়েন না খামোখা।
13 Comments
হোসেন রাশেদ 20 Feb 2022
আপনার সবগুলো পোস্টের মধ্যে এই লেখাটা সবথেকে বেশি ভালো লেগেছে !
কাইফ সুলতান 01 Apr 2022
দারুন, আপু, দারুন যথার্থ বলেছেন।
হানি সামছুন 16 May 2022
অসুস্থ বা বৃদ্ধ সে নারী বা পুরুষ আমাদের উচিৎ বাসে, ট্রামে তাঁদের জায়গা করে দেয়া।
মেঘলা আরিফা 30 May 2022
আপনি মেয়ে বলে ভিক্টিম কার্ড খেলেননি বলে আন্তরিক ধন্যবাদ।
বিপু নাজমুল 22 Feb 2022
Bus er shada shada punjabi pora chachara onek dilkhush type. meyeder sexually abuse koira moja loy.
আলী ইমদাদুল 30 May 2022
ভাববার বিষয়, পুরুষদের কস্টগুলো ও বোঝা উচিৎ।
আরা তামান্না 06 Jun 2022
আপনার লেখার ডাইভারসিটি আমাকে মুগ্ধ করেছে, অনেক মেয়েই এভাবে ব্ল্যাকমেইল করে।
Ruhul Parvez 12 Jan 2023
ভিড় ভাটটায় যেমন চাঁদনি চকে আজে বাজে পোলাপাইন মেয়েদের একটুখানি স্পর্শ নেয়ার জন্য কিনা করে। আহা কী প্রেম 😃
রায়হান আরিফুল 25 Jan 2023
বুঝলাম না বিষয়টা আপনি আসলে নারীবাদী নাকি পুরুষবাদী ?
কাজী তোফাজ্জল 28 Feb 2023
moja pailam 🤓
Sutis 2024-09-18 10:43:28
I always read your blog
Syem 2024-10-20 23:59:32
Its too much. Your blog are bogus!!
Boyarka-Inform.Com 2024-12-30 16:39:16
Hi, just wanted to say, I enjoyed this post. It was funny. Keep on posting! http://boyarka-Inform.com/