Teens So Called Gen Z

May 02 2022

My Life

19 Comments

আমি মাঝেমধ্যে অবাক হয়ে যাই কিছু অভিভাবকদের দেখলে। তারা কতই না জাজমেন্টাল ! অন্যের বাচ্চাদের উপদেশ দিতে তারা অতিরিক্ত পটিয়সী। যেমন – কি খাওয়াতে হবে, গুচ্ছের টাকা খরচ করে কোন ব্র্যান্ডের পোষাক পরাতে হবে, কোন স্কুলে না ভর্তি করালে আর জাতেই ওঠা যাবেনা, ইত্যাদি।

কিন্তু, নিজেদের ম্যানারলেস টীন এজারস সন্তানদের প্রতি ঠিক তারা ততটাই উদাসীন। তারা সোসাইটিতে নিজেদের এক ধাপ উঁচু এটা প্রমান করতেই লেটেস্ট মডেলের আই ফোন প্রো ম্যাক্স , ট্যাবলেট বা অন্য যেকোনো গ্যাজেট সবসময়ের জন্য দিয়ে দেয়।

বয়ঃসন্ধিকালের এই বাচ্চাদের জন্য দরকার একটা সুন্দর পারিবারিক আবহ, কারন, তারা নানারকম হরমোনাল চেঞ্জেস এর মধ্য দিয়ে যায়। ওরা অল্পতেই মোটিভেটেড হয়ে ট্র্যাকলেস হয়ে যায়, ওদের রাইট ট্র্যাকে রাখার জন্য দরকার সার্বক্ষনিক বাবা-মায়ের সাহচর্য , সঠিক মূল্যবোধের শিক্ষা। ওরা গ্যাজেট ইউজ করতে করতে এতোটাই রবোটিক হয়ে গেছে যে, জীবনটা যেনো ফেইসবুকের রীলস, টিকটকের শর্ট স্টোরি আর ইন্সটাগ্রামের পোস্ট ! এতোটাই রঙ্গিন ওদের জীবন যে ওদের কাছে লাইক, কমেন্টস আর ফলোয়ারের সংখ্যা টাই বেশি প্রধান ।

আপনি রেস্টুরেন্টে ওদের নিয়ে হ্যাং আউটে যাবেন, যে কারোর উপস্থিতির চেয়েও ওদের কাছে মুল্যবান ওদের ভার্চুয়াল ওয়ার্ল্ড। ওরা ব্যস্ত থাকবে নিজেকে নিয়েই ওই মোবাইল স্ক্রীনে, চারপাশে কি ঘটছে পুরোই যেনো কেয়ারলেস। অনেক অনেক ফটোসেশন করতে হবে , এরপর এগুলো পোস্ট করে কে কত লাইক / কমেন্ট পেয়েছে ওটাই প্রেস্টিজ ইস্য্যু। বিদেশে ট্যুর দিবেন, বার্থডে পার্টি করবেন ওদের কাছে ওটাই প্রায়োরিটি কত গ্ল্যামারাস ভাবে নিজেদের প্রেজেন্ট করে ছবি তুলে, ইন্সটাতে পোস্ট করে রাতারাতি সেলিব্রিটি হওয়া যায় ! একটা ড্রেস পরে ছবি পোস্ট দেয়া হয়েছে, পরের পোস্টে ওই হেয়ার স্টাইলে, ওই ড্রেসে, ওই লোকেশনে আর ছবি পোস্ট দেয়া যাবেনা ! তাহলে সবাই ক্ষ্যাত বলবে !

সবসময় প্রমানের চেস্টা যেনো তারা সবাই আলালের ঘরের দুলাল, রিচ কিড। বাবা-মা কিভাবে এই টাকা ম্যানেজ করবে ,এটা নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই, সবসময় কম্প্যারিজন অন্যদের লাক্সারিয়াস লাইফস্টাইল নিয়ে ! তাদের ক্রমাগত আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে করতে আপনার লাইফ হেল হয়ে যাবে !

বিনিময়ে, নৈতিকতা , ভদ্রতা, সভ্যতা শেখাবেন আপনি ? এতো কথা শোনার সময় কই? প্যারেন্টস ইমোশন নিয়ে ভাবার সময়টুকু ও ওদের নেই, জীবন দ্রুতগতিতে চলছে ফেইসবুকের পেইজ স্ক্রল করতে করতে আর অন্যদের যা আছে, নিজেদের কেন তা নাই, তা নিয়ে আহাজারি করতে করতে !

আমরা আগে ভাবতাম , আমাদের বাবা-মায়ের জন্য এ পৃথিবীর রুপ-রস-গন্ধ-আলো প্রানভরে দেখতে পারছি।আর এই জেনারেশনের ভাবনা - যদি আমাদের একটা রিচ কিডের মতো কম্ফোরট যোন, আরাম আয়েশ নাই দিতে পারবা, তাহলে এই দুনিয়াতে আনার দরকারটা কি ছিল !

19 Comments

Image

আমিন আশিক 05 May 2022

অসাধারন একটা পোস্ট, আপনার সব পোস্টের এজন নিয়মিত পাঠক হিসেবে বলছি, এটা সত্যি দারুণ।

Image

কাজী সাদ্দাম 22 May 2022

যথার্থই বলেছেন, এ যুগের পোলাপানদের খালি চাই আর খাই।

Image

নাসিম জাকির 30 May 2022

যুগের হাওয়ায়, আজকালকার ছেলেমেয়েদের ময় মুরব্বীদের সালাম দেয়ার ন্যুনতম ভদ্রতা নেই।

Image

করিম তামিম 09 July 2022

আমরা সবাই অন্যদের সবক দিতে ওস্তাদ আর নিজের বাচ্চাদের বেলায় বেহুঁশ।🤓

Image

শান্তা সুমাইয়া 25 Aug 2022

টিকটক পরবর্তী প্রজন্ম দিয়ে জাতি ভালো কি আশা করতে পারে?

Image

Joseph 03 Sept 2022

They think money grows in trees. We are just picking those.🤠

Image

ফজলে পারভেজ 09 Sept 2022

আপনি দেখি সব ই জানেন!

Image

হুদা তারিকুল 29 Oct 2022

কোথাও গেলে এরা নিজেদের মতো মোবাইল টিপতেই থাকে, পরিবারে সময় দেয়না।

Image

আবু কালাম 31 Dec 2022

বাবা-মা , শিক্ষকদের প্রতি ভক্তি শ্রদ্ধা কম।

Image

ওয়াহিদ 17 Feb 2023

আপনি এতো নারীবাদী নেংটা থাকতে চান, আপনার বাচ্চারা তো এমন হবেই।🤪

Image

নিপা বৃষ্টি 27 Apr 2023

নামাজ শিক্ষা দেন, ধর্মীয় সবক দেন, আপনি নিজেই উরাধুরা বাচ্চাদের থেকে ভালো কি আশা করেন?

Image

জহুরা মনিরা 30 Apr 2023

কেনো আপনি না লেসবিয়ান? নারী হয়ে নারীদের প্রতি আকর্ষিত হন ? এখন আপনার টীন এজার বাচ্চা আপনার সামনে লিভ টুগেদার করলে আপনার কেমন লাগবে?

Image

Priyanka 08 July 2023

Egiye jan apu. Manusher negative comment ke patta diben na

Image

মেঘলা আরিফা 15 Oct 2023

Love it

Image

মোশাররফ তামিম 26 Oct 2023

আপনি একজন দৃষ্টান্ত , অনুকরনীয় , সত্যি কথা বলায় সাহসী।

Image

No One 02 Nov 2023

ভালো লেগেছে।

Image

Nil Akash 06 Nov 2023

অন্যদের বলার আগে নিজে ভালো হন।👿

Image

নাসিম তানভীর 16 Dec 2023

বাবা-মা যা করে, বাচ্চারা তাই শিখে, বাচ্চাদের ঘোমটা পরাতে চাচ্ছেন, নিজে উলংগ কেন?

Image

Farjana 2024-11-27 15:06:04

Its the bitter truth attitude of our Gen-Z; however, we must maintain high patience to control them.

Leave a comment