৫২ কেজির আস্ত একটা বোঝা

January 22, 2021

My Life

15 Comments

প্রিয় শীলা,

আমি একজন মোটিভেশনাল স্পীকার নই , আমি শুধু আমার নিজের ব্যক্তিগত গল্প বলতে ভালোবাসি । আর, আমাদের সমাজে আমার মত মেয়েরা বিয়ে নামক ধর্মীয় ও সামাজিক বিধি পালনের পর যে ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যায় সেই বাস্তব চিত্র কিছুটা তুলে ধরতে চেষ্টা করি।
আমার বিয়েটা ও যেনো শুরু হয়েছিলো এক রুপকথার গল্পের মতো। আমি রাজকন্যার মত আনন্দে ভেসে বেড়াতাম। কত ভালো একজন মানুষ আমার স্বামী হতে যাচ্ছে। আর কতইনা ভালো পরিবারের আমি অংশ হতে যাচ্ছি ! যেখানে আমাদের সমাজে যৌতুক ছাড়া বিয়েই হয়না সেখানে আসাদের পরিবার মুখ ফুটে কোন কিছুই চাইছে না !
সমাজের তথাকথিত প্রথা মেনেই আমার পরিবার বারবার আসাদের বাবা- মা এর কাছে জানতে চেয়েছিলো কিছু দিতে হবে কিনা , কোন ফার্নিচার দিলে তাদের মনপসন্দ হবে ! কোন ক্যাশ মানি বা কত ভরি স্বর্ণের অলংকার দিতে হবে তাদের মেয়েকে সাজিয়ে দিতে হবে ! তারা বারবার বলেছে না না থাক আমাদের কিছুই দিতে হবেনা !
উল্টো তারা আমাদের দেখায় বিয়ের আগেই আসাদের ঘর তারা নামকরা ও দামী ব্র্যান্ড হাতিলের ফার্নিচার দিয়ে ভরে ফেলেছে ! একটা উচ্চশিক্ষিত মেয়েকে তারা ঘরের বউ করে নিয়ে যাচ্ছে , তাদের ভাষায় উপযুক্ত সন্মান এই মেয়েটাকে দিতে হবেতো ! তাদের নীরবতায় আমরা ভ্রান্তির মধ্যে পরে যাই আর তাদের সততায় মুগ্ধ হয়ে যাই।
শীলা , এসব ই ছিলো মিথ্যে মরীচিকা । বিয়ের পরপরেই আমি বুঝতে পেরে যাই তারা যে মিথ্যে কথার মায়াজাল তৈরি করেছিলো তা আসলে লোক দেখানো । তারা তাদের সোসাইটিকে দেখাতে চেয়েছিলো দেখো, দেখো আমরা বিনা যৌতুকে মেয়ে এনেছি, আমরা কত নম্র , ভদ্র, ভালোমানুষ !
কিন্তু, তারা মনে মনে আশা করেছিলো , আরেহ বাবা, কিভাবে পারলো একটা পরিবার একেবারে বিনা যৌতুকে একটা মেয়েকে সারাজীবনের জন্য ঘাড়ের ওপর ফেলে দিতে ! আরেহ , মুখ ফুটে চাইতে হয় নাকি সবকিছু, লোকলজ্জার ব্যাপার আছেনা ! মেয়ের বাবা কিভাবে খালি হাতে সংসার করতে পাঠায় ?
তারা ফার্নিচার দিয়ে ঘর সাজিয়েছে, মেয়ের বাবা কি দেখেনি তাদের গাড়ী নেই , পাঠাতে পারতোনা একটা গাড়ী মেয়ের সাথে । ৫২ কেজির আস্ত একটা বোঝা তাদের সারাজীবনের জন্য গছিয়ে দেয়া হয়েছে , তাদের একে খাইয়ে পরিয়ে , জামা- কাপড় দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, মেয়ের বাবার কি বোঝা উচিৎ ছিলোনা তার ও কিছু খরচাপাতি দেয়া উচিৎ।
মধুচন্দ্রিমার কদিন বাদেই যখন এই কথাগুলো শুনতে শুরু করলাম। উঠতে , বসতে এই খোঁটা শুনতাম তখন লজ্জায়, অপমানে আমার সুইসাইড করতে ইচ্ছে করতো ! মনে হোত, কি লাভ হয়েছে এতো পড়াশোনা করে, বড় ডিগ্রি নিয়ে? আমি কি শুধুই একটা ৫২ কেজির মাংসপিণ্ড ছাড়া আর কিছুই নই ?
একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি টপার, আমরা সমাজের উচ্চশিক্ষিত, এলিট সোসাইটিতে বিলং করে আমার জীবন যদি এতো নরকময় হয়, তাহলে এই সমাজের নিন্মবিত্ত, অশিক্ষিত দিনমজুর বাবার মেয়েদের কি অবস্থা হয় ? প্রতিদিন তারা কোন নরকযন্ত্রনা ভোগ করে একেবারেই মরে যাওয়ার আগে বারবার মরে বেঁচে থাকে ?

15 Comments

Image

Sneha 25 July 2021 at 12:30pm

আপনাকে বাবার বাড়ীতে পাঠাত , আবার আপনি তাদের হাতে পায়ে ধরে টাকা নিয়ে আসতেন?
আপনাদের মত শিক্ষিত মেয়েরা যদি এমন কাজ করে,তাহলে অশিক্ষিত মেয়েরা কি করবে?

Image

Nirob 02 Feb 2022 at 02:00pm

অনেক ধন্যবাদ এমন একটা লেখার জন্য, যৌতুকের বলি হয়ে কত মেয়ে আত্নহত্যা করে !

Image

Moushumi 26 Apr 2023 at 05:30pm

very pathetic 🙁🙁🙁

Image

Shahed 06 Sep 2023 at 05:00pm

আমার একটা বোন ছিলো আপনার মতো , খুব মেধাবী ,বড়লোকের ঘরে বিয়ে দেবার পর আমার নিন্ম মধ্যবিত্ত বাবা একেবারে সর্বস্বান্ত হয়ে যায় !

Image

Johnathon 14 Dec 2023 at 11:00am

আলালের ঘরের দুলাল বিয়ে করেছেন, এমন তো হবেই।

Image

Zhorna 11 Jan 2024 at 12:44pm

নামাজ পরেন ও পর্দা করেন , সব ঠিক হয়ে যাবে।

Image

Susmita 15 Feb 2024 at 03:44am

আপনার বাবা মা এর ও দোষ আছে ! তাদের উচিৎ ছিলো বিয়ের আগে ভালো করে খোঁজ খব্র নেয়া। খালি হাতে মেয়েকে তাদের পাঠানো ঠিক হয়নি। 🙁

Image

nil akash 28 Feb 2024 at 06:44pm

এমন যৌতুকলোভী পরিবারকে সরাসরি থানায় দিয়ে দেয়া উচিৎ।

Image

nirghum prohori 30 Apr 2024 at 02:00pm

Eto lekhapora shikhe ki luv holo???

Image

Yusuf 11 June 2024 at 12:44pm

আসলে যতই ধনী ফ্যামিলি হোক আমাদের দেশের কিছু মানুষের মনমানসিকতা একদম নীচু।

Image

Zamal Hossain 15 Sept 2024 at 12:40pm

ওরে বাবা !! একেবারে গাড়ী চেয়েছে মনে মনে , এ কেমন মানুষ।

Image

Istiak 26 Oct 2024 at 02:30pm

আপনার বাবা- মা বারবার জিজ্ঞেস না করে মেয়ের সাথে কিছু পাঠানো উচিৎ ছিল। এটা আমাদের সামাজিক রীতিনীতির মধ্যেই পড়ে !

Image

Farjana 2024-11-27 15:02:14

I feel sorry for your pathetic conjugal life and its the most common scenario all over Bangladesh.

Image

Moni 2025-02-06 07:18:17

Koto bedar jibon nosto korsos hisheb ase....? Naam chobi shoho public koira dile tokhon bujhba England giya nijeere lesbian banai felle ligel howar ashai Just one mail .. immigration. Gov. Uk Shob khela shesh Shob natok shesh

Image

Brinton Mares 2025-02-21 16:55:25

Assault Assault Go round now a helpless Men let them up that those who knows how being in

Leave a comment