রাজকুমার স্ত্রী - আলাদীনের চেরাগ

April 14, 2021

My Life

16 Comments

শীলা,

আমাদের গল্পকথার দিনগুলিতে, যখন সে কথা বলতো আর আমার সাথে এমনভাবে ট্রিট করতো আমি যেনো একজন প্রিন্সেস ! গল্পের গেলমান হাজির তার মাদমোয়াজেলের সব ইচ্ছা পুরন করতে।
কিন্তু, হায়, বাস্তবতা কি নির্মম, নিষ্ঠুর যা কিনা আমি ক’দিন বাদেই বুঝতে শুরু করেছিলাম। শীলা, জীবনে খুব বেশি কিছু চেয়েছিলাম কি ? আমিতো শুধু সুন্দর করে গুছিয়ে একটা সুখের সংসার ই করতে চেয়েছিলাম। একটু ভালোবাসা ও সন্মান পাওয়ার হাতছানিতে আমার ব্রাইট ক্যারিয়ার এর সব প্রলোভন ছাপিয়ে সব সহপাঠীদের অবাক করে দিয়ে পুরো সংসারী বনে গেলাম ! আমার এই স্যাক্রিফাইসের কি দাম দিয়েছিলো আসাদ ? সোসাইটিকে দেখানো যে একজন উচ্চশিক্ষিতা , সুন্দরী , স্ত্রী নামের দাসী সে বাসায় নিয়ে এসেছে যার কাছে আলাদীনের চেরাগ আছে ?
সেই স্ত্রী নামের বাঁদি টি দিয়ে শুধুই তার ইচ্ছাপূরণ হতে থাকবে, চেরাগে ঘষা দিলেই সে তার পেটের শান্তি, মনের শান্তি, টাকার শান্তি , সামাজিক জীবনে শুধু শান্তি আর শান্তি বিরাজিত করতে থাকবে। হিন্দু ধর্মের অনুসারীদের প্রতিমা দশভুজা – মা- দুর্গা দুর্গতিনাশিনীর যেমন ১০ টি হাত রয়েছে, আসাদ আশা করতো আমিও তেমন আমার অদৃশ্য হাতগুলো দিয়ে অতি দানবীয় ও মানবীয় কাজগুলো অনায়াসে করে ফেলবো ।
তার যৌথ পরিবারের বিশাল সংসার সামলাবো , রান্নায় অসাধারন ভালো হবো , শান্ত মেজাজের হবো, যে শত অন্যায়- বঞ্চনায় মুখে ও সাত চড়ে রা কাড়বেনা, আবার আত্নীয় মহলে দরকার পরলে, বোল্ডলি দু-চার কথা চ্যাটাং চ্যাটাং শুনিয়ে দিতে পারতে হবে। রান্নার পাশাপাশি ,সকাল- বিকাল দু-বেলা মুখরোচক নাশতা বানানো , পরিবারের সবার সেবা-যত্ন আত্ত্যির পরেও বাচ্চাদের প্রথম পাঠ্যপুস্তকে সবক দেয়া আর দু-বেলা স্কুল থেকে আনা-নেয়া করতে হবে তো।
হ্যাঁ , আমিই ছিলাম আসাদের কাছে সেই বাচ্চা পয়দা করার মেশিন , যে সারাদিন-রাত অক্লান্ত পরিশ্রম করার পর ও সুন্দর দেখতে পরিপাটী হয়ে তাকে বিছানায় পরিপূর্ণ তৃপ্তি দিতে পারতে হবে ! শুধু তাই নয়, আমি মানি মেশিন ও ছিলাম বৈকি । বাইরে যেহেতু চাকরি করতে দিতোনা, সময়ে অসময়ে তার টাকার দরকার পরলেই আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়া হোত, যাতে শত কটুবাক্য উপেক্ষা করে, যুদ্ধ করে তার প্রত্যাশিত টাকা , তার হাতে তুলে দিতে পারি।
হ্যাঁ, শীলা এটাই ঘটতো, যেবার বাবা-মা টাকা দিতে অস্বীকার করতো, আমি খালিহাতে ওর কাছে ফিরতাম, ছুতো – নাতায় আমার গায়ে হাত তুলতে ওর এতোটুকু বাধতো না ! এলোমেলো ও অসংলগ্ন জীবনযাপনের জন্য ওর প্রায়শই টাকার বিশাল দেনা হয়ে যেতো। পাওনাদারদের ফেস করতে আমাকেই পাঠিয়ে দেয়া হোত, যে গুছিয়ে , সুন্দর মিস্টি কথায় তাদের ভুলিয়ে দিতে পারবে, ওকে আর জ্বালাতন করবে না ! জানো, লজ্জায়, ঘেন্নায়, অপমানে আমার মরে যেতে ইচ্ছে করতো , আমার বাবা-মা-ভাই-বোন দের কাছে বারবার টাকা চাইতে। বাইরে চাকরি করে যে তার খাই মেটাবো, সেই উপায় ও ছিলোনা , তাহলে তার এতোবড় পরিবারের বোঝা কে বইবে ?
আমি তারপর ও যেতাম, বারবার অপমানিত হতাম, তারপর ও যেতাম , জানো অনেক অনেক আত্নগ্লানি নিয়েও যেতাম। ওইযে , ছোট্ট , একটা সুন্দর সংসার টিকিয়ে রাখার প্রলোভন , মিথ্যে স্বপ্ন আমাকে তাড়িত করতো ।
আর, ছোট্টবেলা থেকে এই আমাদের শেখানো হয়েছে, আমাদের বানানো হয়েছে স্বামীর পাজরের হাড্ডি থেকে, তাই আমরা আজন্মদাসী তাদের, বন্ধু নই। মুরব্বী রাও বলতেন, স্বামীরা যখন ডাকবে, চুলার উপর দুধ জ্বাল থাকলে সেই চুলা বন্ধ না করেই তার দিকে ছুটে যেতে হবে। দুধ পুড়ে ছাই হয়ে যাক, তাও সই। চাহিবা মাত্রই তাঁকে সবকিছু দিতে আমি বাধ্য থাকিবো , নাহলে উনি সন্তুষ্ট হবেন না ! আর, উনার অসন্তুষ্টিতে পরকালে আমার জাহান্নাম নিশ্চিত!
বিনিময়ে সে আমাকে কি অফার করতো? কি স্যাক্রিফাইস করতো ? কিচ্ছুই না, সেরেফ কিচ্ছুই না !

16 Comments

Image

Sufian 29 Apr 2021 at 06:30pm

পোস্ট টি শেয়ার দিলাম ।

Image

Nisi Konna 20 May 2021 at 10:00am

উচ্চশিক্ষিতা হয়ে যদি সংসার না করতে চান , রান্না-বান্না , বাচ্চা পালনে এতোই কস্ট হয় তাহলে বিয়ে করার কি দরকার ছিলো?

Image

Rezaul Hsan 11 Feb 2022 at 12:30pm

apni society r bastob chobi tuley dhorechen.

Image

Moushumi 01 July 2022 at 02:06am

একতরফা আপনার কথা শুনছি , আপনি ই যে খুব সাধু ছলেন কিনা কে বলতে পারে?

Image

অসন্নি সংকেত 19 Aug 2022

আপনার সাহস দেখি অনেক বেড়ে গেছে, এসব লেখা বন্ধ করেম, ফল ভালো হবেনা।

Image

Kamal Torofdar 15 Oct 2022 at 12:30pm

পোস্টের মধ্যে আবার হিন্দুদের নিয়ে টানাটানি কেন?

Image

Osman 25 Apr 2023 at 12:30pm

স্ত্রী নির্যাতনের মামলা ঠুকে দিন।

Image

nirghum prohori 14 Nov 2023 at 12:30pm

ক্যারিয়ারটা নস্ট করলেন madam

Image

Protima 05 Jan 2024 at 11:30pm

hmmmm bujte parlam…..🙁

Image

Krish 23 June 2024 at 10:50pm

বিয়ের পরে অনেক মেয়েই সংসার করাকে জ্বালা মনে করে, মনে হচ্ছে পানি তাদের ই একজন। আশ্চর্য, নিজের বাচ্চাকে নিজে পড়াবেন, স্কুলে নেবেন, সব মেয়েই তাই করে !

Image

Idris 06 Aug 2024 at 11:35pm

আপনি যে সত্যি বলছেন তার প্রমান কি?

Image

Julias 16 Sep 2024 at 07:20pm

দারুন, এটি যেনো আমার জীবনের ই গল্প। ☺️

Image

Neela 2024-11-27 17:35:31

We should raise our voices for crime against all women. No women, no cry.

Image

Rihana roy 2024-12-04 11:22:30

👍👍👍🤗

Image

2025-02-11 07:04:50

Image

2025-02-11 07:05:46

Leave a comment